(১) বনলতার একদিন


একদিন তুমি আমার ছিলে।
সেদিন আকাশে পাখি উড়তো, নদী বইতো,


কবিরা বলতো, "পেয়েছি,  পেয়েছি "।


আজ তুমি নাই।
সে গল্প কাহাকে শুধাই?
সে গল্প বনলতাকে শুধাই।


(২)  সে কথা


যে কথা তুমি বল সে কথা তোমার নয়
যে কথা আমি বলি সে কথা আমার হয়।
যে গান তুমি ধর সে গান তোমার নয়
যে গান আমি ধরি সে গান আমার রয়।
যে পথে তুমি চল সে পথ তোমার নয়
যে পথে আমি চলি সে পথ কথা কয়।


(৩) বনলতা সেন


বনলতা সেন তুমি বল বার বার
তুমি ছাড়া এ জীবনে কে আছে আমার?


(৪) বিষয়ঃ অশান্তি


স্বপ্ন সুখের নেইকো রেস্
সে আমার এই বাংলাদেশ।