(১) তন্বী-লতা( গীতি কবিতা)


ওগো মোর তন্বীলতা
বলনা, বলনা কথা
তুমি শুধু আমার হবে
এ আমার সুখ, বারতা।


জীবনের তরী বেয়ে
যাব অনেক দূরে
সেদিন আমার হবে
কত গল্প হবে গাঁথা!
ওগো মোর তন্বীলতা
বলনা, বলনা কথা।


আকাশের নীল তারাকে
শুধাই দিনে-রাতে
কত কথা হয় সেখানে
জাননা, জাননা যে তা
ওগো মোর তন্বী-লতা
বলনা, বলনা কথা।


(২) আলো


দুই চোখের আলো তুমি
আমি কেমন করে তাকাই?
তুমি ছাড়া নাই কেহ, নাই।