(১) গোলাপ


আর চাইনা এ জনম।
নতুন জনম চাই।
সে জনমে তুমি আমার হবে।
সেখানে ভালবাসা থাকবে।
ভালবাসার নাম হবে, ফুল।


(২) অনামিকা


কাকে বলব ভালবাসি?
" তোমাকে"।
তুমি একজন।
আমি জনম জনম ভালবাসি।
এ-জনমের কোন শেষ নেই।


(৩) সেই ফুল


আছ তুমি, থাকবে।
তোমার মৃত্যু নেই।
তুমি অমর।
তোমার মৃত্যুর কাহিনী লেখবে সে জনার জন্ম হয়নি।


(৪) ফুলের রানী


ফুলে ফুলে এ শহর ঢেকে যায়।
এ শহরে একটি ফুল ছিল, সে তুৃমি।
আজ তুমি নেই।
সব ফুল যেন সে কথাই বলে।