(১) নয়ন


কতদিন পরে দেখলাম;
যেন আকাশের হাসি।
তুমি অনেক চোখ মেলে থাকলে;
আমি যেন নয়ন হারালাম।


(২) বনলতা


কবিতায় লেখা সবচেয়ে সুন্দরী তুমি;
  যেন বনলতা সেন;
বনলতাকে আমি দেখিনি;
   তোমাকেই দেখলাম।


(৩) চেনা


সে পথটির কথা বল যেখানে তোমার-আমার দেখা হয়েছিল।
সে পথটি অনেক চেনা।
সেখানে আজ তুমি নাই;
আমি কেমন করে বেড়াই?