( ১) অনেক পীরিত



আজ সকালে ভালবাসি।
কাল সকালে ভালবাসি।
পরশু সকালে ভালবাসি।


ভালবাসিনা কোনদিন? যেদিন কোন দিন নেই।


(২) গঙ্গা



আগুন জ্বলে চারিদিকে;
আমি কোথায় যাবো?


আমি তোমার কোলে আশ্রয় নেব।


তুমি কি পারবে আগুনকে নিস্পৃহ করতে? হ্যাঁ, তোমার দ্বারাই সম্ভব।



৩) চা


এক কাপ দাও;
কি মিষ্টি!
চা খেলে  মনের তৃষ্ণা দূর হয়।


     তুমি চা হয়ে যাও আমি প্রতিদিন পান করব।


(৪)ঐশ্বর্য


গোলাপ ফুলটি আমায় দাও, আমি মাথায় গুঁজি।


তোমরা গোলাপ ফুলটি দেখলে মনে হবে এ এক তাজমহল।


(৬) সেই জনা


পথের পানে চেয়ে থাকি, কে যেন আসে।
  
বলে না না


আমি বলি  এমন করে  বলতে নেই।


           বল, ভালবাসি।


(৭) আরাধনা


ফুলে ভ্রমর বসে।
ভ্রমর কয় তুমি এত সুন্দর কেন।
ফুল কয়, আমি যদি সুন্দর না হই তুমি বসবে কোথায়।


(৮) তাজমহল


তাহমহলের পাশে দাঁড়িয়ে একটি কথাই ভেবেছি আমি, সে তুমি।


তুমি যদি তাজমহল হতে আমি সারাক্ষণ চেয়ে থাকতাম।