(১)আরাধ্য


আমি পদ্মা নদীতে গোসল করি।
সেখানে তুমি ভেসে উঠ।
যত চাই ধরতে পারিনা।


কবে তোমায় দেখতে পাব?
ডেটটা জানাবে কি?
ডেটটা যে আমার বড়  আরাধ্য।


(২) মোনালিসা


আবার একদিন এসো মন ভরে ভালবাসব।
সে কবিতার নাম মোনালিসা।
মোনালিসা যে এই ভাবে হাসতো।


(৩) হিমালয়


যখন আকাশকে দেখি তোমার কথা মনে পড়ে
যখন চন্দ্রকে দেখি তোমার কথা মনে পড়ে।
যখন এভারেস্ট চড়ি তোমার কথা মনে পড়ে।


   তুমি কেমন?   একবার ইন্দ্রের খঞ্জনা হয় আমার দরবারে আসোনা।


(৪) অপরুপ


যে ফুল সবচেয়ে ভালবাসি সেটি তুমি।
আমি যে বার বার গন্ধ লই।


আমাকে একবার মোনালিসার ইশারা দাওনা।


(৫) বহুত ভালবাসা


এইভাবে ভালবাসার কথা বলতে নেই।
ভালবাসার একটা ভাষা আছেে।


তুমি বল, অনেক ভালবাসার গন্ধ পাই।


(৬) তুমি


আর ডেকোনা, এভাবে ডাকলে ভাল লাগেনা।


  এভাবে ডাকলে যদি মরন হতো সেটাই ভাল হত।