(১)জোতিকা জোতি


জোতিকা জোতি আমায় একটি ফুল দাও;
আমি বলি "সুন্দর" ।
তুমি আনন্দে লাফিয়ে উঠবে।
আমি বলব ঐ যে দেখ সবচেয়ে সুন্দর ফুল।


(২)ভোরের ফুল


খুব সকালে ফোটা ফুল হাস্নাহেনা।
কি সুন্দর গন্ধ বিলায়!
আমি যেন চেয়ে থাকি।
সকালটা মোর কখন যেন কেটে যায়!


(৩) প্রেমের ফুল


নাম দিয়েছি 'ভালবাসা '।
আমি তাকে বাধব।
সে যে আমার হবে, শুধু আমার...


সে আমাকে বলবে, তুমি ছাড়া আমার কেহ নেই, তুমি যে সবচেয়ে সুন্দর গোলাপ।


(৪) বটবৃক্ষ


বটবৃক্ষ,  তোমার বয়স কত?
১০০.........
বলি, এ যে কম।
তুমি পৃথিবীর বয়সিনী এক নারী।


(৫) ট্রেন


ট্রেন তোর বাড়ি কই?
বলে, রসূলপুর।
বলি,কবে যাবি?
বলে, সেদিন যাব যেদিন কোন শুক্রবার নেই।


(৬)সুন্দর গোলাপ


ভালবাসা খুব নিরবে এসেছে।
আমি তাকে জানতে পারিনি।


যেন সদ্য ফোটা গোলাপ আমাকে বলছে আমাকে তুলে নাও।


(৭) বই


পৃষ্ঠার পর পৃষ্ঠা উল্টাই।
এভাবে দিন কেটে যায়।
শেষ পৃষ্ঠাটির নাগাল কখন পাব তার কোন ঠিক-ঠিকানা  নেই।


(৮) সুখ পাখি


সুখ পাখিটির দেখা আজও পাইনি।
সে কোন অনন্তে ঘুরে বেড়ায়?
তাকে পেলে বলতাম কেমন করে এত দূরে দূরে থাক!


(৯) তাজমহল


তাজমহল কত সুন্দর।
এ যে আকাশের চেয়েও সুন্দর।
একে দেখতে লাল সানগ্লাস লাগবে।


(১০)মনের মত


তুমি সুন্দর, বড় সুন্দর।
বড় মিষ্টি ভাষায় বললে, তুমি আমার।


এমন একটি সুন্দর ফুল আবার কবে আমি দেখতে পাব?