(১) তুমি আমার


পৃথিবীটা অনেক সুন্দর।
শুধু তুমি নেই।


তুমি থাকলে কি হতো?


সেখানে যে পাথরে ফুল ফুটতো!


(২) টাকা


মাটির মূর্তিকে বলি তুমি কি চাও, "টাকা"।
ঢাকা' শহরকে বলি তুমি কি চাও, "টাকা"।
সিন্ধু নদীকে বলি তুমি কি চাও, "টাকা"।


    আমি কিছু চাইনা-


আমাকে কিছু পাথ্থর দাও, পাথ্থর।


(৩) সূর্যডোবা ভোর


সূর্যডোবা ভোরে তোমার কথা ভাবি।


  তুমি যে অপরূপ, সুন্দর।


সে কথা লিখতে গেলে আমার চোখে ঘুম থাকেনা; আমি যে নিজেকে কোথায় হারিয়ে ফেলি।


(৪) সকালের সূর্য


সকালটাই মাটি হয়ে গেল।
তুমি এলে এখন।
আমি যে সকাল থেকে অপেক্ষা করছি।


তুমি এসে নাম রেখে দাও, এ যে দিনাতিপাত।


(৫) 'মুরব্বী'


ভদ্রতা কাকে বলে? তোকে ভদ্রতা শিখিয়ে দেব।


মুরব্বীর সাথে কিভাবে কথা বলতে হয় জানিসনা? আবার দেখলে চড়ে দাঁত ফেলে দেব।


(৬) ইশ্বরের দিনলিপি


একদিন গিয়েছিলাম মক্কায়, ইশ্বরকে খুঁজে পাইনি।
একদিন গিয়েছিলাম বেথেলহেম, ইশ্বরকে খুঁজে পাইনি।
একদিন গিয়েছিলাম ভ্যাটিকেন,  ইশ্বরকে খুঁজে পাইনি।


   হে ইশ্বর তুমি কোথায় থাক?
   দ্রুত ধরা দাও।


... না হলে এ জীবন আমার থাকবেনা।


(৭) কাশ্মির-ভূস্বর্গ


কাশ্মির, "সৌন্দর্যের আধার"।
এখানে যে পাভলভ্ এসেছিলেন;
   কবিতা লিখেছিলেন।


  কবিতায় ঘন ঘন দাড়ি, কমা টেনেছিলেন।


(৮) প্রেমিকার মন


প্রেমিকাকে অনেক সময় সাবধান হতে হয় তার প্রেমিক 'নির্বিকার' হতে পারে।


তুমি ভাল করে প্রেম কর না হয় ভাল-প্রেম শিখবেনা।


(৯) 'আলোময়'


ছায়া ঘেরা, মায়া ঘেরা পৃথিবী।
এত আলো আগে দেখিনি।


এ পৃথিবীর আগেও পৃথিবী ছিল  সে পৃথিবীর ''ইতিহাস কেউ জানেনা।


(১০) তোমার গল্প


গল্পটা শুরু করেছিলাম তোমাকে দিয়ে।
তুমি যে অনাদি, অনন্ত.....


সে গল্পের কোন শেষ নেই।শেষ গল্পের শে-ষে কিছু থাকলে আমাকে বল।


(১১) প্রেমের তুলি....


নামকরা শাহজাদা ভূস্বর্গে এসেছিলেন।
  দেখলেন ফুল নাই।
বললেন, ফুল আন;


    আমি এখানে একটি ফুল রোপন করে যেতে চাই।


(১২) 'সম্রাট শাহজাহান'


সম্রাট শাহজাহান একদিন মমতাজকে জিজ্ঞেস করলেন, মৃত্যুর পর কি হবে?
       "সমাধি"।


"আমি সে-সমাধি দেখতে চাইনা,আমি তাজমহল দেখতে চাই।"


    " তুমি আজই তাজমহল তৈরির কাজ শুরু কর।"


(১৩) 'দুটি তারা'


দিনদুপূরে আমায় পাগল করে দিলে।
আমি এখন কি নিয়ে থাকি?


   তুমি বাসন্তী- শুভেচ্ছা হয়ে আস।


(১৪) অপরূপ-সুন্দর


সুন্দর করে কথা বল, সুন্দর করে।
ভালবাসার মানুষকে না বলতে নেই।


   ( আমি আজ যা দেখলাম সবচেয়ে সুন্দর তুমি)।