(১) দেউলিয়া


ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখি;
     তুমি আস।
বল, কি চাও?
আমি যে দেউলিয়া হয়ে যাই।
আমাকে বলে কোন ঠিকানায় যাবে?


(২) সুন্দর


বলত, এ ফুলটি কেমন?
  বড় সুন্দর।


আমি যে চেয়ে থাকি...


(৩) একজনা


যখন কেউ থাকবেনা,
               আমি থাকব।
কি বলব?


'তুমি' 'তুমি' 'তুমি'...  ।


(৪) সুন্দর


যখন হাস,    'দেখি'।
যখন নাচ,    ' দেখি'।
যখন তাকিয়ে থাক, 'দেখি'।


তুমি যে বল আমার আর কিছু নাই।


(৫) টাকা


অনেক টাকার ভীড়ে
হারিয়ে গেল সে যে।
এখন তাকে পাওয়া যায় না


    কোথায় সে থাকে!


(৬) প্রেমের রাজপ্রাসাদ


গুন গুন করে গান গাও;
     আমি শুনি।
যেন ভ্রোমরা উড়তেছে।


আমার কথা তোমায় কে বলেছিল সে জনার নাম নিও।


(৭) সুন্দর ফুল


দশ দিগন্ত জয় কর এসেছি।
তুমি বল কেমন আছ?
আমি বলি, সুন্দর।
   তুমি বল, কি?


'সে তুমি.... '


(৮)ফুল


যদি আবার জন্মাতাম;
তোমার কথা ভাবতাম।
তুমি ফুল হয়ে আসতে


আমি শুধু গন্ধ নিতাম....।


(৯) দুঃখ


দুঃখ করোনা;
দুঃখ মুছে যাবে।
দুঃখের যে শেষ নেই


দুঃখ শেষ হলে মানুষ কি নিয়ে কাঁদবে?


(১০)তুমি সুন্দর


পৃথিবীটা সুন্দর।
তুমি আরও সুন্দর।


'একদিন' থাকলে আরও সুন্দর হতো।


(১১) অনেক ফুল


তুমি শুধু প্রেম দিতে থাক;
          আমি নেই।
আমি সে ফুলের গন্ধ কতদিন মাখিনি।


  আমায় শুধু বলছে, আবার নাও...   ।


(১২) 'মিষ্টি'


ফুলও মিষ্টি, তুমিও মিষ্টি ;
  কাকে ভালবাসি?
'তুমি বড় সুন্দর'।


তোমার কারনে ফুলকে বলি    'না'।


(১৩) সুন্দরী


যাই তাকে ফুল দিয়ে আসি;
  কি বলে?


শুক্রবার এলে দুই বার দেখব।



(১৪) গোলাপী


চোখে তারা, মুখে তারা।
কি করে দেখি!
তুমি যে গোলাপ ফুল।


না না, 'কালো গোলাপ'।