(১) স্বপ্ন-লতা


পাহাড়ের বুকে ফুল ফুটেছে, "ঐশ্বরিয়া ফুল"।
সে যে সুন্দর, বড় সুন্দর।
সে যে কথা কয়, শুধু কথা কয়।


সে নাম আমি কতদিন শুনিনি সে কথা আমাকে কে বলে যাবে?


(২) প্রেমের গান


দুই চোখ বন্ধ কর;
এবার বল, তুমি আমার।


  ( এমন একটি শব্দ আমি কত বছর শুনিনি!)


(৩) রূপ-কথা


যখন জগৎ ফুরিয়ে যাবে সেদিন তুমি থাকবে।
আমার কথা কি ভাববে?
আমি কোথায় থাকব?


আমি তোমার বুকে গুঁজে থাকব।


(৪) মসজিদ


"মসজিদ"


এসো সিজদা করি।


" হে ইশ্বর তুমি দীর্ঘজীবি হও।"


মসজিদের মত অ-মলিন কিছু নেই।


(৫) 'দুটিনাম'


চুম্বক, কত আকর্ষণ করে।
একজন আরেকজনকে জড়িয়ে থাকে।
এর চেয়েও নিবিড়ভাবে আমরা থাকব।


আমাদের দিন ১৮ বছরে সময় কাটবে।


এ কথাটি আকাশে-বাতাসে ছড়িয়ে পড়বে।


(৬) ডায়নার 'ফায়েদ


ডায়নাকে বলি তোমার চোখ এত সুন্দর কেন?


   সে বলে,


              তুমি দেখ তাই।


(৭) তোমার-নাম


দুই চোখে দুটি চশমা।


  কেমন দেখায়?


এ যেন আকাশ চোখ মেলে চেয়ে আছে।


(৮) 'তুমি-আমি'


দুটি নাম বল, "তুমি আমি। "


  ( এর চেয়ে মধুর শব্দ পৃথিবীতে জানা নেই।)


(৯) রূপ-কথা


নীল নদীর পাড়ে একটি মেয়ে কথা কয়।
সে যে শুধু তোমার নাম বলে, তোমার নাম।


  " কি কথা শুনালে!"


(১০) 'তুমিই পৃথিবী'


পৃথিবীও অনেক ছোট।
এর চেয়ে বড় পৃথিবী দরকার।


   তুমি যদি পৃথিবী হতে তাহলে কোন প্রশ্ন থাকতনা।


(১১) তোমার- নাম.....


যেদিন প্রথম তোমায় দেখি সেদিনই বিহবল হয়ে পড়ি;
আজ কেন প্রশ্ন করলে এত ভাল লাগে কেন!


  আমার কি ভাল লাগার মত কোন চোখ নাই?


(১২) সেই দেশ


পৃথিবীর চারভাগ জল, এক ভাগ স্থল;
  এর একভাগে আমি থাকি।


    তুমি কোথায়?


সেই সুদূর দেশ হতে ছুটে আস যেথায়  কোন মানুষ নাই।


(১৩) প্রেম- আখ্যান


তুমিও চোর আমিও চোর ভাল কে?


   ভাল যে জনা সে জনার নাম নেই।


(১৪) সেই গল্প


অনেক কথা বলা হয়েছে।
....শেষ কথাটি বলা হয়নি।
শেষ কথায় কি আছে?


--------------------------


"শেষ গল্পের যে কোন শেষ নেই।"


(১৫) 'সে- কাহিনী'


তুমিও ছিলে আমিও ছিলাম কে যেন নাই!


সে জনাকে খুঁজে পাওয়া হয়েছে দায়।


সে জনাকে খুঁজে পেলে বলতাম তোমার কেন নাম নেই?