(১)আনন্দ


জগৎটা অনেক ছোট, তাতে কি;


তুমি তো বড়।


আমি শুধু তোমাকেই দেখব।


এ যে আনন্দ, শুধু আনন্দ।


এ আনন্দের কোন সীমা রেখা নেই।


জগৎটা ছাই হয়ে গেলেও আনন্দ 'সিয়ার্সটাওয়ার' হয়ে দাঁড়িয়ে থাকবে।


(২) 'রেল লাইন'


রেল লাইনের দুটি পাতের মত তোমার মুখ।


তুমি যদি রেল লাইন হতে সত্যি সত্যি আমি হেঁটে যেতাম।


(৩) প্রেমের তন্ত্রী


প্রেম শিখেছি তোমার কাছে।


আমি এখন  প্রেম বিদ্যায় পারদর্শী।


যা ইচ্ছা তাই করতে পারি।


জেনে রেখ তুমি যদি আমার না হও তোমাকেও যাদুমন্ত্র করব।


(৪) 'পাগল'


পাগলের কোন স্টেশন নাই; যখন যা ইচ্ছা বলে


পাগলের কথায় পাত্তা দিওনা


পাগল যে না হলে আরও পাগল হয়ে উঠবে।


(৫)  'নষ্ট'


এ জীবন নষ্টের খাতায় লিখাতে হবে।


এ যে হত্যা, শুধু হত্যা।


নষ্ট না হলে এর প্রতিশোধ কে নিবে?


হে ইশ্বর তুমি সবাইকে নষ্ট করে দাও।


(৬) 'তাজমহল'


বহু যতনে গড়া এ তাজমহল।


এ তাজমহল তুমি ভেঙ্গে ফেলনা।


আমি হাজার বছরের সাধনা দিয়ে এ-কে গড়েছি।


তুমি যদি ভেঙ্গে ফেল কি নিয়ে আমি বাঁচব?


নতুন একটি তাজমহল গড়া কত যে কঠিন সে কথা তুমি কেমনে বুঝবে!


(৭) দ্বীপহীন মানুষের গল্প


সেই দেশটি আজও দেখা হয়নি যে দেশে কোন মানুষ নেই।


একদিন যাব দেখব কেমন মানুষ!


মানুষের কথা ছাড়া আমার যে কিছুই ভাল লাগেনা।