(১)   দিন আনি দিন খাই


দিন আনি দিন খাই


আমাদের দিনের কোন শেষ নাই


এভাবে যদি দিন যেতো।


সাত সাগরে ডুব দিয়ে দেখব সেখানে কোন দিন আছে কিনা।


(২) 'পৃথিবী'


চাঁদও নেই, সূর্যও নেই
পৃথিবীতে শুধু তুমি আছ
তোমার কথা শুধু গন্ধ, গন্ধ ঝরায়।
এমন গন্ধ পৃথিবীতে নেই
তুমি কোন পৃথিবী থেকে এলে!
সে পৃথিবী মুছে যাক।


(৩) সোনা' মণি


ফুল ভালনা, ফুল


এ যে নাকফুল


রং রস দিয়ে একবার মেখে কাঞ্চন-মণিতে রেখে দাও।


যে যাযাবর ঘুরে বেড়ায়  তাকে বল এ মণি নেবে কিনা?


(৪) সোনার বাংলাদেশ


'দরবেশ' তুমি যাও


'নাথ' তুমি যাও


'গহর' তুমি যাও



আমরা এবার তার বিরুদ্ধে সশস্ত্র আন্দোলন গড়ে তুলব।


এ আন্দোলনে রক্তগঙ্গা বয়ে গেলেও আমরা তাকে ছাড়বনা।


এক লক্ষ নাবালক, ৫ লক্ষ যুবতী, ১০ কোটি মানুষের জীবন এ কি কোন মুখের কথা! যেভাবেই হোক এ জহরত বাঁচাতে হবে।


(৫) 'ছক্কা'


মার ছক্কা ; এভাবে দিন যাক।


ছ্ক্কার আনন্দ যে কত মধুর তা কেমনে  বুঝাই!


এভাবে প্রতিদিন যদি ছক্কা মারা যেতো তাহলে এ জীবনে চাওয়া বলে কিছু থাকতনা।



(৬) পাপের শাস্তি


পীর, মুর্শীদ, হক....  কেউ আল্লাহকে বিশ্বাস করেনা।


শুধু খাওয়া, আর খাওয়া.....



   এ পাপের শাস্তি কি হবে!


জেনে রেখ আল্লাহ একজন কিন্তু আছে।


(৭) হৃদয়ের বীণা


সপ্তাহে সাতদিন ভালবাসব।
শনিবারে তুমি, মঙ্গলবারে আমি, বৃহস্পতি বারে দুজনে......


এভাবে দিন যাবে।


রাফলেসিয়ার মনে প্রশ্ন জাগবে, এ কি জীবন! গোলাপ পাপড়ি মেলে ধরে বলবে, 'কাছে আসো', নয়ন জুড়াই, কুসুমের ফুল আঁকি।


(৮) 'বিষ'


দূর, দূর হ

আমি যেন দুই চোখে তোকে না দেখি।


তুই বিষের কাঁটা


তুই কাছে থাকলে জাহান্নামও হারাম হয়ে যায়।


(৯) 'পাথর'


ফুল আর পাথর এর মধ্যে শক্তিশালী কে?


"পাথর"।


তুমি ফুল হয়ে এসোনা;


আমি পাথরকে বলব,'নট্।


(১০) নেক হায়াৎ


যদি হায়াৎ থাকত তাহলে মক্কা যেতাম ;
তোমার কথা বলতাম।
আল্লাহ তোমায় নেক হায়াৎ দান করুক।
তুমি লাখ্ বছর বেঁচে থাক।


তোমার চাওয়াই আমার চাওয়া এ ছাড়া আর কোন চাওয়া এ জীবনে পাওয়ার নেই।


(১১) দুঃখের নদী


দুঃখের ও শেষ আছে, নদীও একদিন ফুরায়;
শুধু তুমি এলেনা।
যে পাখি দিগন্ত খুঁজে পায়না আমি শুধু তাকে খুঁজে মরি।


এ জীবনের শেষ সমাধি কি দিয়ে রচিত হবে তা কেবলই আমাকে ভাবায়।
                   একদিন এসো দু'মুঠো মাটি দিও আমার চোখের জল সান্ত্বনা খুঁজে পাবে।


  (১২) 'নুড়ি'


আটলান্টিকে ডুব দিয়ে দেখেছি নুড়ি নেই


সাত-সমুদ্রে ডুব দিয়ে দেখেছি নুড়ি নেই।


তাহলে নুড়ি কোথায়?


এ কি তুমি!


আমাকে ৫০০ বছর দাও আমি খুঁজে খুঁজে নুড়ি বের করি।


( দ্রঃ এটি একটি প্রেমের কবিতা)


(১৩) স্বর্গের সুন্দরী


স্বর্গ থেকে এসেছিল, 'নাসরিন'।
বলে তুমি কোথা।
আমি তন্ন তন্ন করে তোমাকে খুঁজি।
অবশেষে তুমি এলে, বলে, এ যে স্বর্গের চেয়েও সুন্দর।


নাসরিন যেদিন শেষ চলে যায় তোমাকে বার বার সেথায় যাওয়ার এক অন্তহীন দাবি জানিয়ে গিয়েছিল।