(১) দিনহীন রাত্রি


সকালে আলতো বাতিটি নিভিয়ে তোমার কথা ভাবি।


তুমি যে এক বুক ফুল, রসনা বিলাস নিয়ে হাজির হও।


আমি গন্ধ শুঁকি, গন্ধ শুঁকি।


আমার সকালটা যে কেমনে যায়!( তা কেমনে বুঝাই)। মনে হয়, নৌবিহারে আছি।


(২) একদিন


জলপাইগুড়ি শহরে কত কাক দেখা যায় এখন আর নেই।


একদিন তোমায় নিয়ে যাব


তুমি বলবে, কি সুন্দর কাক।


  
     সেই স্মৃতি 'আলনা' করে রেখে দেব।


   দিন-রাত শুধু ফুল  ফুট-বে।


(৩) সেই দিন


স্মৃতির শহর অনেক বাঁকা।সেখানে কোন ফুল ফুটেনা।


দিন-রাত শুধু চেয়ে থাকি.........


কোনদিন কেউ এসে কি বলবে, এসো ভালবাসি।


(৪) চন্দন


সেই ফুলটি আজও গাঁথা হয়নি যে ফুলটি সবচেয়ে সুন্দর।


আমাকে যে পাগল করে, উদাস করে,  হাওয়া বদলায়।


যেন আমি হাজার বছর তার অপেক্ষা করেছি।যেন ঠাঁয় দাঁড়িয়ে ছিলাম।


আমার ফুলে কে চন্দন দিবে সে জনার নাম নেই।


(৫) সুন্দর


পৃথিবীর সবচেয়ে দুঃখী ফুলকে প্রশ্ন করা হয়েছিল সবচেয়ে বড় কি, "গোলাপ"।


(গোলাপ), আমার চেয়ে সুন্দর ফুল আর নেই।


আমি বলি তুমি এর চেয়েও সুন্দর।


তুমি বল জীবন দীর্ঘস্থায়ী হোক।


(৬) শেখ মুজিব- নাম


শেখ মুজিবুর রহমান তুমি এক বার্তা নিয়ে এলে- নিস্কৃতির বার্তা।


এ যে ফুলে ফলে বাংলাদেশ, সুরে সুরে অথৈ নদী, গানে গানে চিল পাখি।


তোমার নাম আমার ডায়েরীতে লেখা।তোমার নাম যদি লেখা না যেতো তবে বাংলাদেশকে কি করে আমি চিনতাম।


(৭) শাহজাহান-মমতাজ


গল্প কর, গল্প; শাহজাহান মমতাজের গল্প।


তারা কি করে একে অপরকে চিনেছিল?


আমরা দুজন আরও গভীরভাবে জড়িয়ে যাব।


এ- গল্পের কোন শেষ হবে না।


(৮) ৭১ 'র  স্মৃতি


১৯৭১ সালে যত মানুষ মারা গিয়েছিল এত মানুষ আর কোথাও মারা যায়নি।


এ যে বইয়ে লেখা হয়েছে, ডায়রিতে, কাগজপত্রে;


মানুষের হাহাকার, রক্ত আর রক্ত, "আহাজারি"।


  এমন গল্প একদিন লিখতে হবে তা কি কেউ জানত!


(৯) তুমি


কতদিন দেখিনি তোমারে।


এ যে দুঃখ, কেবলই দুঃখ!


আমি যে মালা গাঁথি, শুধুই মালা গাঁথি!


এ মালার শেষ হবে কবে, শেষ মুক্তোটি কোথায় পাবো তা কেবলই আমাকে তাড়িয়ে বেড়ায়।


(১০) পিংক সৈকত


পিংক সৈকতে কোনদিন যাইনি।


কত সুন্দর সুন্দর ফুল উঠে?


একদিন যাব; মালা গাঁথব।


     সে ছবি এঁকে এঁকে রোশনাই বিলাস করব।