( ১) আকাশের তারা


স্বপ্নেও দেখিনি, ছবিও আঁকিনি;


তবু তোমার কথা ভাবতে হয়।


তুমি কি!


তুমি কি আকাশের তারা?


সে জোছনা এনে দাও আমি কিছুক্ষণ গায়ে মাখি।


(২) 'শয়তান'


শয়তানের তিন হাত


এক হাত দিয়ে নাড়াচাড়া করে, এক হাত দিয়ে কথা কয়, এক হাত দিয়ে 'না' বলে।


৪র্থ হাত কবে সৃষ্টি হবে জানিনা!


৪র্থ হাত সৃষ্টি হলে সে যে দুনিয়াতেই থাকবেনা।


(৩) সুখস্মৃতি


বৃষ্ট ঝরা এই ভাদরে
তোমায় বেশ মনে পড়ে।


কবে আসবে, বলবে, 'তিনজনা'


সুখস্মৃতি মেখে মেখে এক আকাশ-তারাকে দেখব।


(৪) চোরের মার রাজনাটক


চোরের মার বড় গলা।


বড় বড় কথা কয়।


রাতদুপূরে চুরি করে।


এখন যদি কিছু কও, বলবে, আমার চেয়ে পরহেজগার আর নেই।


(৫) সেদিনের সে কথা


শতবর্ষ আগে একদিন তোমায় আমি দেখেছিলাম।


সেদিন বকুলফুলের মালা গেঁথেছিলাম



আজ সে স্মৃতি বিরাজমান।


এখন তোমায় আমি কিভাবে দেখব খুঁজে পাইনা।


গঙ্গার জল দীঘিতে এনে সিন্ধুক ভরাই।