(১) সুন্দরী


আটলান্টিকে কত জল তা কখনও মেপে দেখিনি।


তুমি যে এর চেয়েও গভীর।


তোমাকে বোঝা বড় দায়।


   চীন শহরের নাগাসাকিতে একদিন দেখা দিও আমি গোলাপের থোকা নিয়ে হাজির হব।


( দ্রঃ এটি একটি প্রেমের কবিতা)


(২) স্বপ্নের ঘর


স্বপ্ন ছিল  বিশাল একটি ঘর বানাব।


সেখানে তোমার কথা আমি,  আমার কথা তুমি........


কে যে আমার ঘর কেড়ে নিল!



  এখন আমি আর দিন-রাত্রি দেখিনা! দিনরাত শুধু তারা দেখি!


( দ্রঃ বিরহের কবিতা, জীবনমুখী কবিতা)


(৩) সময় এক গতিহীন ঘড়ি


  ঘড়ির কাটা সকাল 10টা


ঠিক বারটার সময় আযান দিব।


৫ টার সময় আমি ঘুম থেকে উঠব।



এভাবে সময় চলে যায়।
সময় যে কখন চলে যায়!
সময়ের কোন মা-বাপ নেই।


(৪) অন্তহীন পীরিতি


যেদিন মারা যাব সেদিন পাশে থাকিও


আমার চোখে এক ফোটা জল দিও।


আমি অপলক চেয়ে থাকব।


  এ দেখাই শেষ দেখা হবে।সে দেখার কোন শেষ থাকবেনা।


( দ্রঃ প্রেমের কবিতা)


(৫) 'পৃথিবী'


  সূর্যও একদিন ডুবে যাবে, চাঁদও....
পৃথিবী বলে কিছু থাকবেনা।
  তুমি-আমি  কোথায় অবস্থান নেব?
  আমরা দিক্, দিগন্তরে ছড়িয়ে পড়ব।
   তোমার আমার ভালবাসার জন্যই পৃথিবীটা সৃষ্টি হয়েছিল।


( দ্রঃ প্রেমের কবিতা)


(৬) 'গোল'


গোল দাও, গোল.....
প্রতি শটে শটে গোল
এমন গোল আমি জীবনেওে দেখিনি
আমার জাল ভরে গিয়েছে


আবার একটি গোলের জন্য আমাকে কত হাজার শতক' অপেক্ষা করতে হবে!


( দ্রঃ এটি একটি প্রেমের কবিতা)


(৭) বিরহ


আমি পিকিং থেকে যে নেকলেসটি কিনেছি সেটি তোমার জন্য।
তুমি দেখে কি বলবে?
এ যে অপেক্ষা শুধু অপেক্ষা.......


নীল সাগরেও এত পানি নেই যত অপেক্ষা তার জন্য।


( দ্রঃ প্রেমের কবিতা, বিরহের কবিতা)


(৮) জয় বাংলা


জয় বাংলা, বাংলার জয় ; বাংলাদেশের জয় হোক।


  এ যে ৩০ লক্ষ শহীদের রক্ত, আড়াই লক্ষ মা বোনের ইজ্জত, ৫ লক্ষ শিশুর জীবন


এ আমরা ভুলব কেমনে! এ যে রক্তের নাড়ির সাথে মিশে আছে।



   আবার একটি যুদ্ধের প্রয়োজন হলে আমরা ঠাঁয় জীবন দিতে প্রস্তুত।


(৯) তুমি আমার


দশ হাজার বছরে একদিন আমি তোমাকে খুঁজতে বেড়িয়েছিলাম।
সেদিন আসমানে তারা ছিলনা।
এ যে অন্ধকার শুধু অন্ধকার.......
আমাকে টেনে নিয়ে গেল কোন সে নদী।
আমি আর খুঁজে পেলামনা.....( নিজেকে)।


( দ্রঃ প্রেমের কবিতা)


(১১) অ, আ, ক, খ


এত সুন্দর করে কথা আমি বলতে পারিনা।
তুমি আমাকে শিখিয়ে দাও;
আমি অ, আ, ক, খ শিখি।


এ বিদ্যার যেন শেষ না হয়।


( দ্রঃ প্রেমের কবিতা)


(১২) ভালবাসার বিরহ


কবে সেই নজরুলের নাম নিয়েছি তা জানা নেই।
নজরুলের কথা মাঝে মাঝেই মনে পড়ে।
নজরুল যে আমায় বলত, ভালবাসতে শিখ্।
ভালবাসা কি জিনিস তা আমি এখন বুঝি!


(১৩)'সুন্দর'


সবচেয়ে সুন্দর ফুলটি তোমাকে দিলাম, এবার বল কেমন লাগে?


"সুন্দর"।


এমন অপরূপ গল্প আমি আমার জীবনেও শুনিনি।


(১৪)'পৃথিবী নামক দুঃখ'


জন্মের সময় তুমি কোথায় ছিলে; 'পৃথিবীর ঐ পারে'।


এখন তুমি এলে, পৃথিবীটা অনেক ছোট মনে হয়।


যেদিন চলে যাবে, পৃথিবীটা অনেক বড় হবে।


    তুমি কেন জন্মেছিলে!


( দ্রঃ এটি একটি বিরহের কবিতা)।