(১) তুমিই সেই


কবি জীবনানন্দ দাশ অনেক কবিতা লিখেছেন।
সবচেয়ে সুন্দর বনলতা সেন।
তুমি থাকলে কবি কি কবিতা লিখতেন?
সে কবিতাটি তার লেখা হয়নি।
তাকে জাগিয়ে দাও সে কবিতাটি লিখুক।


(২) তুমি অনামিকা


আজকে থেকে হাজার বছর আগে আমি জন্ম নিয়েছিলাম।
সেদিন তুমি ছিলেনা।
সেদিন তুমি যদি থাকতে তবে কেমন হত পৃথিবী!


(৩) চাতক পাখি


সেই পৃথিবীর নাম বল যেখানে তুমি নেই।
আমি বার বার যাব।
তোমাকে খুঁজব।


তুমি বজ্রঝড় হয়ে এসো আমি ভিজি।
তুমি গঙ্গা ঝড় হয়ে এসো আমি ভিজি।
আমার নাম চাতকিনী।
এ নাম আমি বার বার লই।