(১) তুমি সুন্দর


কার কথা ভাবি?
তোমার কথা।
স্বর্গে গেলেও তোমার কথা ভাববো।


    তুমি এত সুন্দর!
    তোমাকে বলার শেষ নেই।


(২) তুমি সুন্দর


অনেকদিন আগের কথা।
সেদিন আকাশে তারা ছিল।
আজ তারা নেই।


আজ তুমি এলে।
যেন তারা ফুটল।


(৩) তুমি


যদি পৃথিবীটা ধ্বংস হয়ে যায় কাকে ভাববো? তোমাকে।
যদি সাগরে উত্তাল ঢেউ উঠে কাকে ভাববো? তোমাকে।
যদি সূর্যটা গহীন অরণ্যে ছায়া ফেলে যায় কাকে ভাববো? তোমাকে।


তুমি কোথায় নেই?
তুমি অনামিকা ফুল।
এ ফুলটি আমি বার বার দেখি।
এ ফুলটির জন্যই আমার জন্ম।


(৪) মা


কাল সকালে ঘুম থেকে উঠব।
উঠে বলব, মা এক গ্লাস পানি দাও।
যদি পানি না পাই বলব, আমার পৃথিবী অন্ধকার।


(৫) তুমি একজনা( গীতি কবিতা)


জানি তুমি আসিবেনা
এ লগন হাসিবেনা
গাহিবেনা পাখি গান।


আমার যত দুখ্
হোক অবসান
হোক অবসান।