(১)তোমাকে চাই


কোন কবি কবিতা লিখেনি।
লিখেছো তুমি।
সে কবিতার বিষয়বস্তু 'আমি'।


কী আনন্দ আমার!  
আমি যেন জ্যোতিষী 'মহারাজ'।
আমার নাম লিখে দাও মহামতি 'কীটস্'।


(২) সোনার বাংলা


আমার সোনার বাংলাদেশ। শুধু হেসে থাকে। আমি চেয়ে থাকি।আমাকে কোন্ কথা কয়।


কবিকে বলেছি, একটি কবিতা লিখতে।
কবি লিখেনি।
বলি, কেন লিখনি?
আমিই লেখার প্রস্তুতি নেব।


(৩) তুমি সে জনা


আকাশে তারা নেই, বাতাসে শুকতারা।
আছ শুধু তুমি।
তোমাকেই ভাবি।
তুমি এলে ফুল ফুটে, তুমি এলে চাঁদ উঠে।


(৪) কোথায় কবি?


এই দেশে কবি নেই।কবি থাকলে কবিতা লিখতেন।আজ মায়ের দুর্দশা। কে তার জল-তৃষ্ণা মিটাবে? কবিকে বল একটি কবিতা উপহার দিতে, সে তার জল-তৃষ্ণা মিটাক্।


( উল্লেখ্যঃ এটি একটি দেশাত্মবোধক কবিতা)


(৫)তুমি আমার কবিতা


কি কথা বলি খুঁজে পাইনা।
সবচেয়ে  বড় কবিতাটি হল, তুমি আমার ।
সে কবিতা আজ মারা গেছে ।
তুমি নতুন হয়ে এসো ;
নতুন কবিতা লিখি।


(৬) পাখি


আমার বড় ইচ্ছে করে পাখি হয়ে উড়ি
দুটি ডানা মেলে দিয়ে দেশ বিদেশ ঘুরি।


এই দেশেতে সোনা আছে, ঐ দেশেতে হীরে
উড়ে উড়ে দেখব আমি মনের মত করে।


সাহারাতে কত ঊর্মি দিন-রাত কথা কয়
একদিন আমি উড়ে গিয়ে দেখব কি যে হয়।


বুর্জ খলিফা জানি অনেক উচ্চ ভবন, টাওয়ার
একদিন আমি উড়ে গিয়ে বসব সেথায়, উপর।


রূপকথার রাজকুমারী ঘুমায় যেই দেশে
একপলকে সেথায় গিয়ে উঠব আমি ভেসে।


আমার এসব ইচ্ছে বল পূরণ হবে কি?
পূরণ হলে আমি কিন্তু থাকবনা আমার এই আমি।