(১) ভালবাসি


একদিন সব ফুরিয়ে যাবে।
কে থাকবে?
তুমি।
কি বলবে?
ভালবাসি।
সেই শব্দটির জন্য আমি হাজার বছর অপেক্ষা করেছিলাম।


(২) স্বপ্নের কবিতা


একটি কবিতা লিখব বলে হাজার বছরের প্রচেষ্টা।
সে আসেনা।
আজ আসল।
কি করব আমি?
আমাকে একটি চার চাকার প্লেন এনে দাও আমি আকাশে উড়ি।


(৩) সুন্দর ফুল


সব ফুলে মালা গাঁথা যায় এ ফুলে নয়।
এ ফুলে কাঁটা।
আমি কেমন করে মালা গাঁথব?
আমাকে একটি অলিন্দ ফুল এনে দাও সে ফুলে মালা গাঁথি।
সে ফুলটি আমি বৈশাখী লেকে দেখেছি।


(৪) অনন্ত জীবন


যদি পরপারের চিঠি আসে চলে যাব।
থাকবনা এ ধরায়।
সেখানে অনেক ফুল বাস করে।
সেখান থেকে একটি তোমাকে দেব।
তুমি বলবে ভালবাসি।
সেই থেকে জীবন অনন্তের ছোঁয়া পাবে।


(৫) তুমি আমার


কখন যে ভালবেসেছিলাম মনে করতে পারিনা।
তুমি বললে, তুমি আমার;
মনে পড়ল।


(৬) তোমাকে দেখেছি


১০০ কোটি বছর আমার হায়াৎ
এ হায়াতে কি ভালবাসা যায়?
হে ঈশ্বর আমার হায়াৎ আরও বাড়িয়ে দাও
ভাল করে ভালবাসি।
তাকে ভালবাসার সাধ যে শেষ হয়না।