(১) টাকা


যেই দেশেতে টাকা আছে সেই দেশেতে যাব
দু হাত বাড়িয়ে জড়িয়ে আমি ধরব।


টাকা নিয়ে ফিরব আমি নিজ ঠিকানায়
বাড়ি, গাড়ি, অট্টালিকা লুটিয়ে পড়বে পায়।


পায়ের উপর পা তুলে নাচব আর খাব
যখন যেথায় মন চায় উড়ে আমি যাব।


কেউ কোন কথা আমায় বলার সাহস নাই
আমি যে সবখানে রাজা, মহা, শাই।


টাকা আছে বলেই আমার এত বেশি দাম
টাকা না থাকলে বল কি করে চলতাম।


ঈশ্বরকে বলি আমায় আরো টাকা দাও
টাকা ছাড়া এই দুনিয়া মিছে, হাওয়া, ফাও।


(২) বিমান


হাওয়ার উপর ভর করে উড়ে তুমি যাও
এত শক্তি বল তুমি কোথায় থেকে পাও?


দেশ বিদেশ মাননা তুমি ঘুর জগৎ জুড়ে
আমি শুধু দেখে মরি, মনটা আমার ধুকরে।


একবার যদি তোমার মত হতে আমি পারতাম
এই জীবনের সব দুঃখ মেনে আমি নিতাম।


একবার আমায় তোমার মত করে আমায় দাও
এই জীবনে কোন চাওয়া নেই, সব জ্বালা মিটাও।


(৩)তুমি আমার


দোয়েল, কোয়েল, ময়না, টিয়ে ফিঙ্গে কথা কয়
তুমি  কেন এমন বল নীরব হয়ে রও?


তোমার কথায় মধু ঝরে, মিষ্টি মিষ্টি সুর
সেই তুমি কেন এমন নীরব, নিথুর?


আজকে থেকে তুমি বল আমার হয়ে যাবে
আমোদ্ তখন তোমার জীবনে গঙ্গা হয়ে ভীড়বে।


(৪) একাত্তরের শেখ মুজিব


কবি আসলেন, একটি কবিতা শোনালেন ;
            সবাই হইহই, থরথর।
বলেন," এতদিনে একটি কবিতা শুনলাম, এমন কবিতা জীবনেও শুনিনি, এমন কবিতা বার বার শুনব।"


কবিকে সংবর্ধনা দেওয়া হবে।
কি দিয়ে সংবর্ধনা দেওয়া হবে?
এক ট্রাক গোলাপ আনা হল।
তাও নয়; শেষ পর্যন্ত এক জাহাজ রাফলেসিয়া আনা হল।


        এটা কবির পাওয়া।


(৫) তুমি-আমি


যেইদিন তুমি আমার ছিলে সেইদিন কত ফুল ফুটতো, গাছে গাছে পাতারা কথা ক'তো, ডালে ডালে টিয়েরা নাচতো।


আজ তুমি আমার নেই, ডালে ডালে নাচন নেই।


আবার তুমি আমার হয়ে যাও, ডালে ডালে নাচন ফিরে আসুক।


(৬) তোমাকে চাই


দুই দিনের দুনিয়া।
কাকে খুঁজি?
তোমাকে।
তুমি আস;
দুনিয়া বড় হয়ে যাক।


(৭) তুমি শুধু তুমি


আকাশ থেকে দুটি ফুল পড়ল।
একটি আমি হাতে নিলাম, আরেকটি তোমাকে দিলাম।
তুমি বললে, আমাকে দাও।
আমি বললাম, আমি কি নিয়ে বাঁচব?
তুমি বললে, আমাকে দেওয়ার মধ্যেই জীবন।