(১) তুমি আমার কবিতা-৫


তোমাকে একটি ফুল উপহার দিয়েছিলাম।
তুমি নাওনি।
তুমি নিয়েছ কাঁটা।
কেন?
তোমার দুঃখ।
তুমি দুঃখকে না বল।
তুমি বল, ফুল সুন্দর।


(২) তুমি আমার কবিতা-৬


সবাই সবাইকে না বলে।
আমি তোমাকে  বলতে পারিনি।
কেন?
তুমি অতি সুন্দর।
তুমি আরও সুন্দর হও আরও ভালবাসব।


(৩) তুমি আমার কবিতা -৭


তুমি এমন  একটি ফুল যা অতীব সুন্দর।
তোমাকে না বলব সে শক্তি আমার নেই।
তুমি আমাকে বার বার হাঁ বলার শক্তি দাও।