(১) স্বপ্নের কবিতা


চল সেই কবিতাটি লিখি যেটি সবচেয়ে সুন্দর। সেখানে ফুল ফোটে, চাঁদ ওঠে, পাখিরা কথা কয়, নদী ছোটে ;


তুমি আমাকে বলবে '' তুমি আমার ", আমি তোমাকে বলব " তুমি আমার "। এইভাবে দিন যাবে। কত কবিতার জন্ম হবে।


   আমরা মনে হয় এমন একটি কবিতার জন্যই জন্ম নিয়েছি।



(২) তোমার আমার মন একটি তোড়া



যদি পৃথিবীটা ধ্বংস হয়ে যায় আমি কাকে চাইব? তোমাকে। বলব, তুমি আমার। সে গল্প সবচেয়ে বড় গল্প হবে।


তুমি আমার হবে, আমি তোমার.... । এর চেয়ে বড় গল্প নেই।এর চেয়ে বড় গল্প যদি থাকত সেটিও নিঃশেষ হত।


তুমি আমাকে অনামিকা নাম দিয়েছিলে। বলি, এমন নাম বার বার আমাকে চেয়ে বসুক।


তুমি কাক হয়ে উড়, তুমি ফড়িং হয়ে উড়; আমি ধরি। বলি, এ আমার ভালবাসা সুন্দর।


যা কিছু দেখি সুন্দর। সবচেয়ে সুন্দর তুমি। তোমাকে একটি ফুল দেই।বলি, এ ফুল হেলেনের কাব্যে জায়গা করে নিবে।


তাজমহলের গায়ে একটি ফুল শোভা পাচ্ছে। সে ফুল আমাদের শুভেচ্ছা জানায়।বলি, তোমাকেও শুভেচ্ছা।


তোমার হাতে একটি ফুল, আমার হাতে একটি ফুল। দুটি ফুল মিলে একটি তোড়া।বলি, এ আমাদের ড্রয়িং রুমে শোভা পাক্।


ভাল বাসতে বাসতে মরন হোক।বলি, মরনেও ভালবাসা ফুল ফোটাতে এসেছে।