(১) তুমি আমার বিরহের কাঁটা।


আজ তোমার কেউ নেই।
পরশু তোমার কেউ ছিল সেজনও মারা গেছে।
কাল তোমার কেউ থাকবেনা।


কেন তোমার এমন হল?
নিশ্চয়ই কাউকে ভালবেসেছ তাকে ভাল করে ভালবাসা দাওনি।


তুমি ভাল করে ভালবাস অনেক ভালবাসা পাবে।




(২) একটি নামহীন ফুল


তোমার যে হাতে গোলাপ ছিল সে হাতে আজ  কাঁটা।
কেন?
কেউ দুঃখ দিয়েছে।


তুমি আমাকে তার ঠিকানা বল ;
আমি তাকে মেরে ফেলব।