(১)  চোখের আলো


দুই চোখে তোমাকে দেখি; তুমি চোখের আলো।


  এ আলো নিভে গেলে আমি কি করব?
   দু'চোখ উপড়ে ফেলব।


সে চোখ আমার দরকার নেই।


(২) তুমি আমার কবিতা


যখন হাস, দেখি।
যখন নাচ, দেখি।
যখন বিলাও, দেখি।


তুমি কখন আমার ছিলেনা? ছিলে হাজার বছর।


আজ কেন এলে? সেদিন কেন ছিলেনা?


(৩) সবচেয়ে সুন্দর ফুল


পৃথিবীর পথে পথে ঘুরি।
একটি ফুল তোমাকে দেব।
তুমি বলবে, সুন্দর।


   সে ফুলের জন্য জন্য আমি এথেন্স গিয়েছি।
  সে ফুলের জন্য আমি আগ্রা গিয়েছি।


সে ফুল আজ আসল;
    যেন আমি এক সাগর নিদ্রা উপহার পেলাম।


(৪) তুমি অনেক সুন্দর


দুই চোখে দেখা সবচেয়ে সুন্দরী তুমি;
আমি কেমন করে বলি?
তুমি আবার হাস;
দেখি।


(৫) বনলতা সেন


কবি জীবনানন্দ দাশ অনেক কবিতা লিখেছেন।
সবচেয়ে সুন্দর বনলতা সেন।
আজ বনলতা নেই।
কেমন করে কবিতা লিখব?