(১) স্বপ্নে দেখা কবিতা


এই সেই কবিতা।
যা আমি লিখতে চেয়েছি।
হাজার বছরের প্রচেষ্টা।


আজ আসল।
যেন অথৈ সাগরে একটি ডুবুরী ভেসে উঠল।


এখানে ডায়না আসবেন।
তিনি লিখবেন।
তার প্রিয় কবিতার নাম হবে, আমার প্রিয় কবিতা।


(২)দক্ষিণ সাগর


দক্ষিণ সাগরে কোন ঢেউ নেই।সেখানে জল ঢাল, ঢেউ  উঠুক।


আমি তাকে দক্ষিণ মেরু থেকে ছিনিয়ে এনেছি, আমি তাকে অসীম আকাশ থেকে কিনে এনেছি।আজ সে অশান্ত;তাকে এক গ্লাস জল দাও, সে শান্ত হউক।


দুই কথায় কোন কবিতা লেখা যায়না।যদি লেখা যেতো, নাম হতো, দক্ষিণ সাগরের ঢেউ।


আকাশ তার অক্ষিগোলক খুলে চেয়ে থাকে, বাতাস তার দক্ষিণ নেত্র মেলে চেয়ে থাকে।


আমি তাকে নিয়ে এথেন্স যাব, সেথায় নতুন নতুন ফুল-তারা ফুটবে।


( এটি একটি রূপক কবিতা, প্রেমের কবিতা)


(৩) কৃষ্ণচূড়া


কৃষ্ণচূড়াকে বলেছি তুমি আর হেসোনা,তুমি হাসলে আমি আর থাকতে পারিনা।


কৃষ্ণচূড়া বলে, " এভাবেই দিন যাক।এভাবে দিন গেলে কেউ কিছু বলার নেই। "


  তুমি( প্রেমিকা)  কৃষ্ণচূড়া হয়ে যাও।
  বলি, আমি ভালবাসি।


(৪) ডায়না দেবী


ডায়না হেঁটে যাচ্ছেন।
কেউ তার দিকে তাকায়না।
বলে, তোমরা তাকাওনা কেন?
বলে, তাকালে আমরা মরে যাই!


সেই থেকে ডায়না নির্ঘুম।
তিনি একটি কবিতা লিখবেন,  'অমর'।
সে কবিতা সত্যি সত্যি অমর হয়ে গিয়েছিল।


(৫) তোমাকে আমি চাই


যেই দেশে তুমি থাক সেই দেশে আমি যাব।
তোমাকে খুঁজব।
পেলে বলব, " ইউরেকা! ইউরেকা! "


গ্যালিলিওও ইউরেকা বলেছিল।
এ ইউরেকা সে ইউরেকার চেয়ে বড়।