তিনটি প্রজাপতি একসাথে উড়ে।
১টি তোমার কথা বলে।
আমি আরেকটিকে বলি, তুমি কেন বলনা?


আমি কতকাল, কতরাত তোমার কথা ভেবেছি। সে কথা জানাই বনলতাকে।
বনলতা বলে, সে যদি থাকত কতনা আনন্দ হত!


শচীন টেন্ডুলকারের একটি শটের কথা মনে পড়ে। সেটি ৯৬ সালের কথা। সেদিন তুমি ছিলেনা।
তুমি যদি থাকতে কিনা হতো।


বিখ্যাত কবি ইয়েটস্ অনেক কবিতা লিখেছেন। সবচেয়ে সুন্দর The rose।সেটিও তোমার কাছে হার মেনেছে।



   আমি কি করে তোমার গুণ" গাইব? আমাকে একটি সাত তারা বাঁশি এনে দাও যার পরতে পরতে
তোমার নাম লেখা।