(১)প্রিয় ফুল


কাজী নজরুলের প্রিয় ফুল গন্ধরাজ।
সেটি আমি তোমাকে দিলাম।
তুমি না বলোনা।
এ পাওয়া আমি রাখবো কোথায়?


(২) বিরহ ভালবাসা


সকাল থেকে ভাবছি তোমাকে।
বিকেলেও তুমি এলে।
সন্ধ্যাতেও এ পাওয়ার শেষ নেই।


এ পাওয়া আমি রাখবো কোথায়?
আমাকে একটি ঠিকানা দাও সেথায় বাসর গড়ি।


(৩)রবীন্দ্রনাথ


কবি রবীন্দ্রনাথ,
                আমাকে একটি কবিতা উপহার  দিন।
               আমি একটি কবিতা লিখি।


সে কবিতা যদি আপনার মত না হয় তাহলে আমার যেন শেষ মৃত্যু হয়।