(১) অনেক ভালবাসা


আজ শুক্রবার;
ভালবাসি।
শুক্রবার এলেই তোমার কথা মনে পড়ে।
শুক্রবারে তুমি জন্মেছিলে।


আমি একদিন এথেন্স যাব।
অ্যাফ্রোদিতিকে শুক্রবারের গল্প বলব।
অ্যাফ্রোদিতি খুশি হবেন।
বলবেন, তুমি এ ফুলটি নেও।


(২) ঐশ্বরিয়া রাই


তাজমহলকে বলি, "তুমি এত সুন্দর কেন?
কেন এত রঙে রঙে সাজলে?"
বলে, ঐশ্বরিয়াকে আমি দেখেছি।


সেই ঐশ্বরিয়াকে এনে দাও।
আমি তার পূজা করি।


ঐশ্বরিয়াকে পেয়ে আমি যেন দক্ষিণ সমুদ্র পেলাম।
দক্ষিণ সমুদ্রে কোন ঢেউ ছিলনা।
সেথায় যেন আজ নতুন করে ঢেউ জাগল।