(১) সে জনাকেই


ফুলের নাম সুন্দরী।
সে ফুল আমি ভালবাসি।
আমাকে বলে, হাতে লও।
আমি বলি আমার ফুলদানির শোভা তিনগুণ বেড়ে গেল।


( এটি একটি প্রেমের কবিতা)


(২) সুন্দর


এ পৃথিবী অনেক সুন্দর, সুন্দর তোমার মালা।
আমি কী কথা বলব?
তুমি সবচেয়ে সুন্দর।


(৩) পাখির সুর


এই শহরে পাখি নেই।
পাখি আছে কলিকাতা শহরে।
সেখানে আমি যাব।
বলব, পাখি তুমি কার?
বলবে,  তোমার।
সেই থেকে আমি নীদহীন নিদ্রায় নিদ্রা জাগব।


( এটি একটি রূপক কবিতা)