(১) টাকা


আমার আছে কোটি টাকা
আমি যাব ঢাকা।
কিনব বড় শাড়ী, গাড়ি
জীবন হবে ঝাঁকা।
যার পথ চেয়ে দিন-রাত  বসে রই
সেইজনা আসবে ওগো, আনন্দ-সাগর যাবে বই।
এই জীবনে কোন চাওয়া থাকবেনা অশেষ
সব চাওয়া পূরণ হবে, জীবন হবে ঠেস্।
ওগো বিধি তুমি আমায় আরও টাকা দাও
আনন্দের টাওয়ার গড়ি, রূপকথা বানাও।


(২) তুমি আমার ডায়না


অনেকদিন হল তোমার খবর শুনিনা।তুমি কেমন করে খাও, কি গান শোন, কি কথা আওড়াও আমাকে বোলো-


                   আমার প্রেমিকাকে বলব।