(১) শৈশবকাল


একটি শিশুকে বলেছি, তুমি ফুল ভালবাস কেন?
বলে, ফুল সুন্দর।
সেই থেকে তাকে আমি ভালবাসি।


আমি শিশুকে আদর করি।সে আমাকে বলে কাক্কু।আমি তাকে কাক্কু নামে ডাকি।


আমি একদিন শিশু ছিলাম।কি আনন্দ হত!আজ মনে হয় শিশু না হয়ে  বৃদ্ধ হওয়া ভাল ছিল।


(২) পাখি


পৃথিবীর প্রিয় বস্তু কি? পালক।দুটি ডানা পেলে উড়ে বেড়াতাম আকাশ, বাতাস। দেখতাম এদিক, সেদিক। কতো আনন্দ হতো!


আমায় নিয়ে লিখতো কবি।
আনন্দে পাগল হয়ে উঠতেন।
বলতেন, 'শ্রেষ্ঠ কবিতাটি ' লিখতে পেরেছি।


আমারও দুঃখ আছে, বেদনা আছে।সব বেদনা মুছে যায় একবার উড়তে পারলে।


যে মহারানী মারা গিয়েছেন, তারও দুঃখ ছিল, " আমার উড়ার ক্ষমতা ছিলনা"।


(৩) তোমাকেই খুঁজি


সবাই ঝরে যাবে।
ঝরবেনা তুমি।
কি বলবে?
" 'তুমি' 'তুমি' "।


সে গান নিয়ে আমি বাঁচব।বলব, আলা'দিনের আশ্চর্য প্রদীপ হাতে পেয়েছি।


এভাবে আমার দিন যাবে- সে রাতে ক্লিওপেট্রা আমার শিয়রে এসে আমাকে পাহারা দেবে।


(৪) ব্যারাকপুরের যুদ্ধ


ব্যারাকপুরের যুদ্ধের কথা মনে পড়ে।
অনেক মানুষ মারা গিয়েছিল।


আজ তুমি নাই;
যেন ব্যারাকপুরের যুদ্ধ চলছে।


তুমি ফিরে আস, সকল যুদ্ধের সমাপ্তি ঘটুক।


( উল্লেখ্যঃ এটি একটি প্রেমের কবিতা)


(৫) তোমার অপেক্ষায়


সবাই ভালবাসে।
কে ভালবাসেনা?
তুমি।
তুমি ভালবাসলে কি হবে?
এই পৃথিবী ফুলে ফুলে ভরে উঠবে।


সেদিনের আমি অপেক্ষা করি।
সেদিন খুব দূরে নয়।
সেদিন আসলে আমি বলব, আকাশের চাঁদ হাতে পেয়েছি।