(১) ৯৯.৯৪


ডন ব্রাডম্যান আপনি কিভাবে ৯৯.৯৪ গড় করেছিলেন আমাকে বলেন।

আমি আরও একদিন খেলতে যাব দেখব পারি কিনা।


   যদি না পারি সে গল্প বার বার লিখে যাব।


(২)  কবিতা


সবশেষে কবি এসেছিলেন।
বললেন তোমার কথা।


আজ সে নেই ;থাকলে নতুন করে লিখতেন।


(৩)তোমার গল্প


কখন জানি হারিয়ে গেছি বলতে পারিনা।
আমায় নতুন করে খোঁজ।
আমি আর আমি নেই।


(৪) সে গল্প


ওখান থেক নেমে এস।
ওখানে কেউ নেই।


আবার একদিন যাব, সেখানে অনেকে আছে।


(৫) অচিন পাখি


আজ আর নয়; কাল এস।
সেদিন ভাল করে ভাল বাসব।


ভালবাসার নাম হবে চীন দেশের পাখি।  


(৬) অনেকদিন


যদি আকাশ হতাম;
তোমাকে দেখতাম।
তুমি চোখ মেলে থাকতে;
আমি শুধু নিঃশ্বাস নিতাম।  


(৭) তুমি আমার


পৃথিবীর পথে পথে একটি কবিতা লিখে ছাপিয়ে দাও সে কবিতা, তুমি আমার

আমি তোমায় অনেক দেখেছি।


          এ আমার অমর কবিতায় লিখব।