(১) অনেকসুন্দর


যার কথা আমি আওড়াই সে ক্লীওপেট্রা।


সে আমাকে ইশারা দিয়েছে।


সে বলেছে, আজ তুমি আসবে।


    কাল সে আসবে কিনা আমি জানিনা।


(২) অনেক সুন্দর( গীতি কবিতা)


স্বপ্নে দেখা সুন্দরী
দেখি আমি মন ভরি
কি করে যে বলি তারে আমি তার দিওয়ানা
মনটা বাধা মানেনা, মনটা বাধা মানেনা।


আবার যেদিন দেখব হায়
দেখব আমি মন ফুরায়
নতুন নামে ডাকবে আমায়
নতুন নামের ঠিকানা
মনটা বাধা মানেনা, মনটা বাধা মানেনা।


ঐ যে আকাশ বয়ে যায়
কি কথা যে কয়ে যায়
সুদূর, পুর, নিশানা
মনটা বাধা মানেনা, মনটা বাধা মানেনা।


দক্ষিণ দুয়ার খুলেছে
মন যে আমার ভুলেছে
আবার তাকে দেখব হায়
মন ওড়ানো কাঙ্গনা
মনটা বাধা মানেনা, মনটা বাধা মানেনা।


ঐ যে হাঁটে পথ ধরি
নাম ধরিয়া গুম করি
প্রেম, ঈসা, ইশানা
মনটা বাধা মানেনা, মনটা বাধা মানেনা।


পৃথিবীরো ঐ পাড়ে
কে যেন গো ঘুম কাড়ে
নিয়েছে চিনে এ জানা
মনটা বাধা মানেনা, মনটা বাধা মানেনা।


ঐ যে দেখ সুন্দরী
দিন দুপূরে যায় পরী
ও নাম আমার, অজানা
মনটা বাধা মানেনা, মনটা বাধা মানেনা।


আজকে থেকে নাম ধরি
নিও তুমি মন ভরি
বলবে এলো
নতুন নাম, ছলনা
মনটা বাধা মানেনা, মনটা বাধা মানেনা।


(৩) অনেক সুন্দর


আবার দেখলাম।
দারুন লাগল।
যেন ফুল ফুটেছে।
এ ফুলটি কতদিন আমি দেখিনি।