(১) 'মোনালিসা'


মানুষের মত দেখতে।
হাঁটে, খায়, চলে।
নাম দিয়েছি 'মোনালিসা'।
মোনালিসাও এত বেড়ায় নাই।


(২) পাথ্থর


২০০ বছরে একবার করোনা এসেছে।
সে আর যাবেনা।
তাকে পাথ্থর চেপে মারতে হবে।
পাথ্থরটি কই?


(৩) ভালবাসা


কাউকে না বলোনা।
বলবে, ভালবাসি।
দেখবে ফুলে ফুলে উঠোন ভরে গিয়েছে।


(৪) সে কথা


যাবার বেলায় বল, না।
আমি এমন করে বলতে চেয়েছি।
সেদিন  তুমি ছিলে না।


আজ বল না;
আমি বার বার ফিরে আসব।


(৫) অনেক নাম


সে কথাটি বল শুনি।
সেকথাটি অনেক মধুর।


সে কথাটির জন্যই এতদিন আমি অপেক্ষা করেছিলাম।


(৪) 'ক্লীওপেট্রা'


কবিতা বল, কবিতা।
কবিতার নাম সুন্দরী।


সে নাম আমি মেম্ফিসে খুঁজেছি।মেম্ফিসে আরও এক নাম ছিল সে নাম ক্লীওপেট্রা।