(১) প্রতীমা


কবি কালিদাস অনেক কবিতা লিখেছিলেন।
নাম সুন্দর।
সে আজ ফুটল।


যেন আকাশে তারা ফুটেছে।


(২) ভালবাসি


যাই তাকে ফুল দিয়ে আসি; কি বলে?
ভালবাসি।


ভালবাসা আগেও ছিল;আজও আছে;আগামীতেও থাকবে।


(৩) গোলাপ


এ শহরে অনেক ফুল।
কোনটি দেখব?
গোলাপকেই দেখি।

গোলাপকেই আমি সবচেয়ে ভালবাসি।


(৪) নবনীতা


কখন জানি এসেছ:
খেয়াল করিনি।
যেন নবনীতা এসেছে।


নবনীতা চৌধুরীও এত সুন্দর ছিলনা যত সুন্দর তুমি।