(১) বেলি ফুলের মালা


হাজার হাজার বছর আগে একদিন তুমি আমার ছিলে।
  সেদিন আমি বেলি ফুলের মালা গেঁথে ছিলাম।


     সেই স্মৃতি নিয়ে একটি কাব্য রচনা করেছিলাম।


                 সে কাব্য আজও অমর।


(২) শখ


    শখের তোলা বারো আনা।
   আমার যে শখ শেষ হয়না।


আমার যে শখ জাগে তোমায় নিয়ে নীল আকাশে পাড়ি দিতে,
        ধ্রুব-তারা, নক্ষত্রের সাথে কানামাছি খেলতে।


     আমার এ শখ শেষ হবে কবে?


    শখ শেষ না হলে আমার যে জীবন ফুরাবে না।


(৩) একটি ভাল কবিতা


   একটি ভাল কবিতা লেখার বড় শখ।এ কবিতা আমি কখন লিখতে পারব?


     সে কবিতা লিখতে পারলে কি করব? পানিতে ঝাঁপ দিব?  নাকি আকাশে উড়াল দিব?


        
              সে কথা আমাকে শুনাইয়োনা। সে কথা শুনিলে আমি যে মরে যাই।


(৪) করোনা


   যারা প্রতিদিন মারা যায় তারা কার কথা ভাবে?


   যারা বেঁচে আছে তারা কার কথা ভাবে?


  কি এক অশ্ব-গোলক তুমি নিয়ে এলে!


  তোমার কথা ভুলেও ভুলা যায় না।



    তোমার ইতিহাস লেখবে কে?

   সে জনার জন্ম হয় নি।


(৫) যন্ত্রণা


   শৈশবে তুমি ছিলেনা
  কৈশোরেও না।
  এখন তুমি এলে।
  তোমাকে যে ভুলে থাকা বড় দায়।
আবার শৈশবে ফিরে যেতে পারলেই ভাল হত।