(১) নদীর নাম মধুমতি



নদীর নাম মধুমতি


ধীরে বহে মেঘনা


পদ্মা আমার মা



আমি যাব কোথা!


আমায় একটা ঠিকানা বলে দে না।


(২) গভীর দুঃখ


পাথরের গা থেকে রক্ত ঝরছে।


পাথর যে বলে আমি আর সইতে পারিনা।


তোমরা পাথরকে আঘাত করোনা-


পাথরেরও দুঃখ আছে।


(৩) ফুল


পথের ধারে ফুল ফুটেছিল।


সে ফুল আমি তাকে দিয়েছিলাম।


সে আমার কথা মনে রাখে নি।


এখন আমি কেমন করে বাঁচি!


আমার যে ১ দিনে ১ শতাব্দী অতিক্রান্ত হয়।


(৪) এক নদীর জল


চলতি বছর মেলা বসবে।


আমি সেখান থেকে তোমায় ফুল কিনে দেব।


তুমি  সে ফুল দেখে দেখে  আমায় ভালবাসবে।


আমি এ ভালবাসার নাম রাখব ' আটলান্টিক'।