(১) মা


  মা শব্দটি কত মধুর।
এর চেয়ে মধুর শব্দ যে পৃথিবীতে নেই।
  তুমি আমাকে 'মা' বলে ডাক।
  'মা' ডাক ছাড়া আমি যে কিছুই বুঝিনা।


(২) 'নীল নদ'


    দুঃখের মত গভীর আর কিছু নেই।
   এ যে নীল সাগরের চেয়েও গভীর।
    তুমি দুঃখ হয়ে এসো।
     আমি শেষ মালা তাকে উপহার দেব।




(৩) মা


চারিদিকে আযান হাঁকিছে।
এমন সময় কার কথা মনে পড়ে?
   " মা"।
মা যে আমায় প্রতিদিন ভোর রাতে নামায পড়িতে ডেকে দিতে'।


        তোমরা মাকে ভুলনা।মা যে স্বর্গ-তুল্য কষ্টি-পাথর।


(৪) ১৬ ই ডিসেম্বর


  ১৬ই ডিসেম্বর আসলে তোমাকে মনে পড়ে।


        কত রক্ত তুমি দিয়েছিলে! কত মা - বোনের প্রাণ, ইজ্জত, জীবন


       এ যে দুঃখের, এ যে লজ্জার,  এ যে বিতৃষ্ণার।



           আবার কবে ১৬ ই ডিসেম্বর আসবে? ১৬ ই ডিসেম্বর আসলে আমরা তোমায় মনে রাখব।


(৫) নবীর শান্


৭০ হাজার ফেরেস্তা যাকে পাহারা দিয়ে রাখে, সে আমার নবী।
এই পৃথিবীর আনাচ্ কানাছ যাকে ডাকে, সে আমার নবী।


       তোমরা কেন নবীকে ডাকনা? নবী যে ইশ্বরের 'পূজা' ।