(১) বিরহ বিধূর


   ঘরে থাকতে চায়না মন, বাইরেও না।


   আমি কোথায় যাবো? কোথায় গেলে তোমাকে পাবো!


   কি বিষের অনলে তুমি আমার নাম লিখেছিলে!


    আজ যে এক মুহূর্তও থাকা দায়।


     তুমি একবার এসে বলনা,  এ ফুলটি কাঁটাতারে বিঁধা ছিল।



(২) কবে আসবে


   দিন যায়, রাত যায় তোমাকে ভাবি।তুমি আসোনা।


   আমি যে নীহারিকার পানে চেয়ে রয়েছি।


    কবে তুমি আসবে, কবে এসে বলবে দুটি পাখি একই ঢালে বসে গান গায়?


  


                   সে ক্ষণটি পর্যন্ত আমার যেন মৃত্যু না হয়।