(১) শেষকালে পানি


একটু পানি দে-  আমি মরে যাই
শেষ কথাটি বলার সুযোগ দে


আমার যে আর কিছু বলার নাই।


(২) 'প্রণয়'


চল আমরা লিও তলস্তয়ের আনা কারেনিনা পড়ি।


       সেখানে এক রাজকুমার-রাজকুমারীর গল্প আছে।


     সে গল্প পড়ে পড়ে আমরা যে মনে মনে পরিনয়ের চিত্র আঁকব।


..............  যদি আমাদের মনে ভালবাসা না আসে তবে এই ইহধাম আমরা ত্যাগ করব।


(৩) তুমি আমার


যদি আমাকে প্রশ্ন করা হয় এ পৃথিবী তুমি কি দিয়ে দেখ, বলব, আমার দুটি চোখ।


যদি বলে এর চেয়েও  মূল্যবান কি, বলব, তুমি।


      তুমি আমার হও, না হয় এ দু' চোখ আমি উপড়ে ফেলব।


(৪) হে রবীন্দ্রনাথ



  রবীন্দ্রনাখ,
               আপনি আমাকে নিয়ে একটি কবিতা লিখলেননা-
     আমার দিন কেমনে যায়!


    আপনার কবিতা পড়ে পড়ে মনে হয় আমার যদি পুনর্জন্ম হতো!