(১) তুমি আমার


তোমাকে আমি দেখেছি চন্দ্রের জোছনায়
তোমাকে আমি দেখেছি আকাশের নীল নীহারিকায়
তোমাকে আমি দেখেছি____ তিলোত্তমায়
তোমাকে আমি দেখেছি পদ্মা, মেঘনা, যমুনায়।


এই পৃথিবীর সব আলো জোছনা হয়ে যাক তুমি আমার থাক।
সব জোছনা তিলোত্তমায় মিলিয়ে যাক তুমি আমার থাক।
যে ছেলেটি আকাশে চেয়ে থাকে সে বাদল হয়ে যাক তুমি আমার থাক।


আমি গোলাপ ফুল এনে তোমায় উপহার দেব।
আমি নীল-সপ্ত-ডিঙ্গা  এনে তোমায় উপহার দেব
আমি আকাশ থেকে নীল-বাদামী-প্রজাপতি এনে তোমাতে বিলাব


সুরে সুরে প্রাণের কথা  কই
গানে গানে নীল প্রজাপতির গান গাই
তিলোত্তমায় তিলোত্তমায় এই আকাশ খই হয়ে ফুটুক।



(২) একদিন সব ঠিক হয়ে যাবে



    একটি নতুন সূর্য উঠবে
     পৃথিবীটা রঙে রঙে রঙ্গীন হয়ে উঠবে।


   চারিদিকে যে নতুন গান বাজবে সে গানে সবাই দিকভ্রান্ত হবে।


      আকাশ তাকিয়ে থাকবে- কি কথা কয়।


    জোছনা, লতারা বলবে এক অমোঘ গানে এ হৃদয় ভরে যায়।


   যার কেউ নেই সেও নতুন আশালতা বাধবে।


     পক্ষিণী, নীল ডাহুকী সব যে এক আশ্চর্য প্রদীপ দেখতে পাবে।


      
      এইভাবে দিন যাবে-



      কেন তবে এই-বিরহ সৃষ্টি হল?
      কেন সব মুখ থুবড়ে পড়ল?
      কেন আকাশে জ্যোতিষ্ক দেখা দিলনা?


              কে দিবে উত্তর!  কে দিবে উত্তর!