(১) স্বর্গের সুখ।


একদিন তাজমহলের কাছে গেলাম
দেখলাম আমার প্রিয়া ঘুমায়।


প্রশ্ন করলাম, তুমি এখানে কেন।


      বলল, স্বর্গের সুখ এখানে পাওয়া যায়।


            সেই থেকে আমি নির্ঘুম-


     ( শুধু যে প্রিয়ার ছবি আঁকি।দিনরাত তাকে স্বপ্নে দেখি)


     কবে প্রিয়া এসে আমাকে বলবে তুমি ছাড়া আমি বাঁচবনা।


(২)স্বর্গের সুধা



       একটুখানি স্বর্গের সুধা যদি পেতাম তাহলে বলতাম কত মধুর।


            তুমি আমার হও- এ পৃথিবীকেই আমরা স্বর্গ বানিয়ে ফেলব।