তুমি এত সুন্দর।তোমার গায়ে যেন মুক্তো ঝরে।কোন বৃহস্পতি থেকে আমি তোমাকে তুলে এনেছি!


তোমার পাশ দিয়ে যখন যাই কে যেন আমায় বলে এত জহরত কোথ্থেকে আনলে।


তোমার পাশ দিয়ে যখন যাই কেহ আমাকে থামাতে পারেনা আমি এক নজর ফিরে ফিরে চাই।


এত মুক্তো, এত হীরে জমা ছিল তা আমার জানা ছিলনা।


মুক্তোর পাশে বসে একটি মালা গাঁথতে পারলে ভাল লাগত।


মুক্তোর গায়ে এক মোহর সোনা ঢেলে দিয়ে কবিতা লিখলে বড় ভাল হত।


এক কোটি মোহর আমাকে দাও আমি তার বন্দনায়  অর্চনা করি।


চিরদিন আমি পাশে বসিয়া এক নদীর কুলু কুলু শব্দের গীতমালা রচনা করব।


আমার চারিধারে কোন কবর পাশে তোমার অলংকার শোভা পাইলে আমার জীবন আলোকমন্ডিত হবে।


তুমি একদিন এসে আমাকে এক গেট রাফলেশিয়া উপহার দিও।