কোনদিন কথা হয়নি।


কোনদিন জানা হয়নি।



সে যে বাস করে চন্দ্রমল্রিকার দেশে- সেথায় এক কোকিল দিন রাত গান করে।তার  ( সে) গানের আহবানে  সব যে দিশে হারায়।সে দেখেছিল এক অশ্বিনীকে নিহারিকার দেশে।


আমি কতকাল তার আহবানে বিভোর থেকে কল্প-মালিকা এঁকেছি।আমি যে  তাকে দেখেছি কুহক পাখির মিষ্টি ডানায়।



যদি তাকে না পাই এ জীবন পথ-হারা হয়ে যাবে।কোনদিন গান উঠবেনা সেতারাটির তারে।জগৎ জল্লাদ আমায় যে ডেকে নিয়ে যাবে শেষ-মঞ্চে' __।