১৪ বছর বয়সে কত কিছুই না করতে মন চায়।মন চায় আকাশে উড়াল দিয়ে তারাটাকে ধরি।মন চায় পানিতে ঝাঁপ দিয়ে বোয়ালটাকে হাতে বন্দী করি।


(যদি থাকতো ডানা তবে উড়াল দিয়ে গাছের আগায় গিয়ে বসতাম!)


(কত মেয়ে-ছেলে এদিক দিয়ে যায় -কেউ যদি বলত আয় একটু পাশা খেলি!)


এত কিছু মন চায় কেন!


এসব বাদ দিয়ে কারো কাছে যাই সে যদি আমাকে মিনি বাসে করে ঢাকাটা' ঘুরিয়ে দেখায়!


আসলে এসব চিন্তা করে লাভ নেই, তার চেয়ে ভাল
গোয়ালার গরুটাকে দুইটা গুতো মারি!


যদি যতিনবাবুকে পাইতাম তাহলে তাকে বলতাম কি গরু পাল গরুর ক্ষুরা বিড়ালে খেয়ে ফেলেছে!


আহারে, 'দ্বীন-মালিক' তোমার দোয়ায়অ কিছু হয়না!


নষ্ট মানুষেরা শুধু অনসৃষ্টি করে - তার চেয়ে আমি একটা বাতাসের বৈতরনী তৈরি করি!


আসলে দিন যত যায় সব ফাঁকা একদিন আসবে গাছে বিড়াল বাসা বাঁধবে!


কত কথা! চল সবাই ডাকঘরে  গিয়ে ডাকটিকিট গুনি!


এসব ধ্যাঙ,ফ্যাঙ- এসবের আসলে কোন মূল্য নেই! ( তুই যা!)