কৃষ্ণচূড়া সেজেছে রঙে রঙে। তার সারা গায়ে জরির ঘ্রাণ ভেসে বেড়ায়।তার হাঁটুতে মল একি কথা বলে। তার ঠোঁটে একি পলিশ বাঁশরীর সুর বাজায়।


আমি দেখেছি তাকে কোন অনন্তলোকে- কোন অষ্টাদশী রাজকন্যার মুখের চাহনীতে।


তার কথা শুধু অ্যাফ্রোদিতির কাব্যে ভেসে উঠে;তার কথা পাওয়া যায় শেষ নক্ষত্রের মাঝে।


তোমরা তাকে নিয়ে কোন কবিতা লেখোনা।শুধুমাত্র একটি রাফলেশিয়া  উপহার দাও।


তার কারনে এ জগদ্ধরা তার শীর্ষ নববধুকে পেল।