সকালে তুমি আমার, বিকেলে তুমি আমার, সন্ধ্যায় তুমি আমার, রাতেও তুমি আমার ; সারাক্ষণ শুধু তুমি আমার। তুমি আমার শুধু তুমি আমার এই শুধু গান।এ গান ছাড়া কিছুতেই জুড়ায়না  যে প্রাণ।

তুমি আমার এত  বেশি কেন জিজ্ঞাসা করেছিলাম বনের হরিণীকে।বনের হরিণী কোন উত্তর দিতে পারেনি। শেষ পর্যন্ত বনের বানরের কাছে জিজ্ঞেস করলাম। বানর বলে তুমি আমার এমন একটি গান যা আকাশে বাতাসে সবখানে ভাসে।

তুমি আমার আসলেই কি সবখানে ভাসে জানতে হবে চিতা বাঘ এর কাছে যদি সে সঠিক উত্তর দেয়।