(১) ১৯৯৩ সালের ১৭ই মার্চ


১৯৯৩ সালের ১৭ ই মার্চ একটি ফুল ফুটেছিল।
আমি সে ফুলটি দেখেছিলাম।
আমার কি যে আনন্দ হয়েছিল তা কেমন করে বোঝাব।
আমার এখন কেবলই মনে হয় ১৯৯৩ সালের ১৭ই মার্চ আবার ফিরে আসুক।


১৯৯৩ সালের ১৭ই মার্চ আবার ফিরে এলে আমি তাজমহল দেখতে যাব।
তাজমহল অনেক খুশি হবে। বলবে, ১৯৯৩ সালের ১৭ই মার্চ আবার ফিরে আসুক যাতে তুমি বার বার আমাকে দেখতে আস।


(২) কৃষ্ণচূড়া


একদিন কৃষ্ণচূড়া ছিল।
কত কথা বলত।
কৃষ্ণচূড়া আমাকে একদিন বলেছিল, ভালবাসি তোমাকে।
সে কথা আজ মনে পড়ে।
আমার কেবলই মনে হয়, কৃষ্ণচূড়া যদি আবার সে কথা বলত।


ও পাড়ার কণিকা বলেছে, কৃষ্ণচূড়া আবার আগামী সোমবার সে কথা বলবে।
আগামী সোমবার যেন দ্রুত আসে।