তোমার অন্ত্রে কি দোলনচাঁপা বিরাজমান! তোমার অধরে কি হাস্নাহেনা রাখ!


কতকাল তুমি ফেনিল সাগরের লোহিত জোছনা গায়ে মেখেছিলে-কতকাল তুমি নায়াগ্রার শুভ্র মণি কপোলে এঁকেছিলে।


কত জোছনা, কত হীরে এখানে লুটোপুটি খায়
তোমাকে অংকিত করার জন্য।


এ ধরনী, এ আভা সব বিনষ্ট হয়ে যাবে যদি তুমি না চুমুক দাও।


আসমানের তারারা হেসে হেসে ধ্যান করে আর বলে এরকম দ্যুতি যদি আমাদের থাকত।


ক্যালিস্টো, ফোবোস থেকে একটি জহর হীরে এনে আমি তোমাকে রাঙাব।


রূপসা নদীর তীরে, তিস্তার পাড়ে আমাদের শোভা 'রোমান হলিডেকে' আলোকিত করবে।