চল চল জাপান যাই।সেখান থেকে একটি ফুল নেব আর দেব। আর বলব, ভালবাসি।


তোমাকে দেখলে কারো কথা মনে পড়েনা, শুধু ডায়নার কথা মনে পড়ে। ডায়নাও বলে, আমি এত সুন্দর নই।


কীটস্ আবার জন্ম নিবেন। তোমাকে নিয়ে একটি কবিতা লিখবেন। লিখবেন, সবচেয়ে সুন্দর গোলাপ।


তালপাতার নৌকা বানিয়ে গঙ্গা নদীতে ছেড়ে দেব। এ নৌকা যতদূর যাবে শুধু তোমার কথা বলবে।


আকাশে সাতটি তারা জ্বলে। তার একটি যদি তুমি হতে বাকীগুলো নিস্প্রভ মনে হতো।


সবাই ঘুরতে থাইল্যান্ড যায়। তোমাকে দেখলে আর কেউ ঘুরতে যেতনা।


ঐ আকাশটা বলে, তুমি এত সুন্দর কেন?  তুমি সুন্দর বলেই সে সুন্দর।


ফুলে ফুলে তোমার নাম। সব ফুল তোমার নাম মুখস্ত করে।


তোমাকে এত সুন্দর করে সৃষ্টি করেছে কে?  ঈশ্বর। ঈশ্বর বলে, সে সুন্দর তাই আমিও সুন্দর।


একদিনে এ পৃথিবী সৃষ্টি হয়নি। এ পৃথিবী সৃষ্টি হয়েছে হাজার বছরে।তুমি সৃষ্টি হতে আরো বেশি সময় লেগেছিল।


সূর্যটা যেদিন সৃষ্টি হয়েছিল সেদিন তোমার নাম নিয়েছিল।তোমার নাম নিয়েছিল বলেই সে এত লাল।


জাহানারা আহমেদের নাম সুন্দর। সে তোমাকে দেখলে তোমার নামে নাম রেখে দিত।


তুমি যেদিন প্রথম ফুটেছিলে সেদিন কি হয়েছিল?  সেদিন শুধু ফুল ফুটেছিল।